লন্ডনের হামলাকারীদের পরিচয় শনাক্ত হয়েছে বলে দাবি করেছে তদন্তের দায়িত্বে থাকা ব্রিটিশ পুলিশ। যত শিগগির সম্ভব জনসাধারণকে শনাক্তকৃতদের পরিচয় জানানো হবে।৮ জুন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক নির্বাচনি প্রচারণার মধ্যেই স্থানীয় সময় শনিবার (৩ জুন) মধ্যরাতে ওই হামলা হয়। লন্ডন ব্রিজে পথচারীদের উপর গাড়ি তুলে দিয়ে এবং পার্শ্ববর্তী বোরো মার্কেটে ছুরি দিয়ে হামলা চালায়।হামলায় অন্তত ৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়। আর পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়।

সোমবার সকালে লন্ডন পুলিশ জানায়, তাদের কর্মকর্তারা পূর্ব লন্ডনের নিউহ্যাম ও বার্কিং এলাকার দুটি ঠিকানায় তল্লাশি চালিয়েছেন। এসব অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এর আগে রবিবারও একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। ফ্ল্যাটটি হামলাকারীদের একজনের বলে ধারণা করছে পুলিশ।মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেন, ‘পুলিশের অভিযানের মধ্য দিয়ে প্রচুর পরিমাণ ফরেনসিক উপকরণ জব্দ করা হয়েছে। বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তদন্ত খুব দ্রুত গতিতে চলছে। অন্য কেউ হামলার পরিকল্পনায় যুক্ত ছিল কিনা তাকে প্রাধান্য দিয়ে তদন্ত চলছে।এরইমধ্যে লন্ডন হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক-এর সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এক ক্ষুদে বার্তার মাধ্যমে এই হামলার দায় স্বীকার করা হয়। আরব বিশ্ব থেকে ব্রিটিশ সেনাদের সরিয়ে না নেওয়াকেই এই হামলার কারণ বলে দাবি করা হয়েছে।হামলার প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রবিবার ডাউনিং স্ট্রিট প্রাঙ্গণে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, যথেষ্ট হয়েছে বলার সময় হয়েছে এখন। ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় শোক জানিয়ে যুক্তরাজ্যের বেশিরভাগ দল রবিবার নির্বাচনের প্রচারকাজ স্থগিত রেখেছিল। সোমবার সকাল থেকে তা আবার শুরু হয়েছে।