বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির সব প্রকল্প শতভাগ দুর্নীতিমুক্ত রাখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতা চেয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি।বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে ইউএনডিপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনার শুরুতেই সুদীপ্ত মুখার্জি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ইউএনডিপির প্রতিটি প্রকল্পকে শতভাগ দুর্নীতিমুক্ত রাখার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতা প্রয়োজন। ইউএনডিপি প্রতিটি প্রকল্প শতভাগ দুর্নীতিমুক্ত রাখতে চায়।দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন,দুর্নীতি দমন কমিশন শুধু ইউএনডিপির প্রকল্প নয়, দেশের প্রতিটি প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখতে চায়। তাই কমিশন দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে।তিনি বলেন, কমিশন ২০১৬ সালে মেগা প্রজেক্টে দুর্নীতি প্রতিরোধে সরকারকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করে পত্র দিয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কমিশন নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।দুর্নীতি দেশের প্রায় ২ শতাংশ জিডিপি খেয়ে ফেলছে। তাই দেশের কল্যাণের জন্যই দুর্নীতি দমনে কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি জানান।এ সময় দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে, বিশেষ করে তদন্ত এবং প্রতিরোধের ক্ষেত্রে ইউএনডিপি সহযোগিতা করতে পারে।এ বিষয়ে ইউএনডিপির পক্ষ থেকে দুদককে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন সুদীপ্ত মুখার্জি।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কিউকো ইয়ো কুসকা, দুদক মহাপরিচালক ফরিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ।