নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি মেনে নিলে দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাথায় তুলে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হবে তা আপনার (শেখ হাসিনা) জন্য সুখকর বলে মনে হয় না।এরশাদকে যেভাবে গণআন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে আপনাকেও (শেখ হাসিনা)।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ বেগমগঞ্জবাসী আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে এক মানববন্ধনে এ মন্তব্য করেন দুদু।শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি (শেখ হাসিনা) তো আর বেশি দিন ক্ষমতায় নেই। দেশের জনগণ আপনাকে চাচ্ছে না। প্রধানমন্ত্রী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। সহায়ক সরকারের অধীনেই আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে। পুলিশ প্রশাসনের সংস্কার করতে হবে। তারা (পুলিশ বাহিনী) যখন খুশি গুম, খুন ও হত্যা-নির্যাতন করছে। এরা আইনশৃঙ্খলা রক্ষায় নিযুক্ত থাকবে, নির্বাচন সুষ্ঠু হবে- এটা আওয়ামী লীগ ছাড়া আর কেউ বিশ্বাস করে না।দুদু বলেন, শুধু রাজনৈতিক অবস্থানের কারণেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে বাড়ি থেকে অপসারণ করা হয়েছে।’মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।