অবরোধ তুলে না নিলে সম্পর্কচ্ছেদ করা আরব দেশের সঙ্গে কোনো সমঝোতা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় গতকাল সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি এসব কথা বলেন।

থানি বলেন, ‘কাতার অবরুদ্ধ। এ অবস্থায় কোনো সমঝোতা নয়। তারা অবরোধ তুলে নিলে সমঝোতা আলোচনা শুরু হবে। আমরা এখন পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। অবরোধ তুলে নেওয়ার শর্তেই আমরা যেকোনো আলোচনায় এগোব।’

কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলার সময় থানি জানান, কাতার এ পর্যন্ত সৌদি, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কাছ থেকে আলোচনার কোনো ইঙ্গিত পায়নি।

থানি আরো জানান, সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো অবরোধ তুলে না নিলে কাতার বিকল্প জোট বাঁধবে। এতে সৌদির আঞ্চলিক শত্রু ইরানও থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এক ধরনের বিকল্প পরিকল্পনা আছে। যেটা মূলত নির্ভর করছে তুরস্ক, কুয়েত ও ওমানের ওপর। ইরান আমাদের তাদের আকাশপথ ব্যবহারের সুবিধা দিয়েছে। আর যে দেশ কাতারকে পণ্য সরবরাহ করতে সহায়তা করবে, কাতারও সব সময় তাদের পাশে থাকবে।’