লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে এ সংখ্যা জানানো হলেও, মৃতের প্রকৃত সংখ্যা ৪ থেকে ৫ শ’র বেশি বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। সোমবার মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও তাদের দেয়া মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

লন্ডন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগেই জানিয়েছিল, ভবনটি থেকে আর কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা নেই। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের তথ্য মতে, ২৪ তলা ঐ ভবনটিতে ৪শ থেকে ৬শ মানুষের বসবাস করতো। অগ্নিকাণ্ডের পর টাওয়ার থেকে ৭৪ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

কমান্ডার আরও জানান, নিহতদের লাশ উদ্ধার ও শনাক্তের চেষ্টা চলছে। তবে মরদেহ বেশি মাত্রায় পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এই কাজ শেষ হতে আরো কয়েক সপ্তাহ লাগবে বলেও জানান তিনি। নিহতদের মধ্যে এক বাংলাদেশি পরিবারের ৫ সদস্য রয়েছে যাদের পরিচয় প্রকাশ করা হয়েছে।