মুসলমানদের পবিত্র স্থান মসজিদের ছাদে বসানো হয়েছে ডিস এন্টিনা। পাকিস্তান ভিক্তিক সংগঠন দাওয়াতে ইসলামী’র অর্থায়নে প্রতিষ্টিত হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজীর খিল গ্রামে শাহ বদর জামে সমজিদে প্রতিদিন সকাল ১০টায় ও রাতে এশারের নামাজের পর দেখানো হচ্ছে মাদানী চ্যালেন। যে চ্যালেটি এ দেশে ক্যাবল অপারেটরদের সম্প্রচারের জন্য অনুমতি দেয়নি সরকার। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও চরম উত্তেজনা রিবাজ করছে। এ ব্যাপারে এলাকাবাসী সাংবাদিকদের জানান, সংগঠনের কার্যক্রম প্রসারিত করতে আল্লাহর ঘর মসজিদকে বেছে নেওয়াটা ন্যাক্কারজনক ও ইসলামী ঘৃণিত একটি কাজ। আমরা ধর্মপ্রাণ মুসলমানরা কখনও তা মেনে নিব না। হাটহাজারী উদুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছৈয়দ আহামদ এর দানকৃত জমির উপর মসজিদের পাশ্বে প্রতিষ্টিত পাকিস্তান ভিক্তিক দাওয়াতে ইসলামী সংগঠনের পরিচালিত জামিয়াতুল মদীনা ও মাদ্রাসাতুর মদীনা নামের মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন সকালে ও রাতে মাদানী চ্যানেল দেখতে বাধ্য করা হয়।

বিষয়টি সর্ম্পকে জানতে চাইলে ওই মাদ্রসার প্রধান মাওলানা মাসউদ আত্তারী এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, ইসলামী মূল্যবোধকে জাগ্রত করতে এ ইসলামী শিক্ষাভিক্তিক মাদানী চ্যানেলটি দেখানো হয়। এতে করে শিক্ষার্থীদের ঈমান, আমল ও আখলাক যাতে মজবুত হয়। যা তাদের ভবিষ্যৎ ইসলামী জীবন গঠনে সহায়ক হয়। এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার ইসনেছা শিউলী কাছে মুঠোফোনে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে আমি এ ঘটনাটি ক্ষতিয়ে দেখছি।