প্রতিবছর বর্ষাকালে রাস্তা দিয়ে যোগাযোগ ব্যবস্থা খুব দূর্বিসহ হয়ে পড়ে। রাস্তা পাকা করন তো দুরের কথা মেরামত করার যেন কেউ নেই। সারা রাস্তায় যেন খালখন্দে পানিতে ভরপুর। একটু বৃষ্টি হলেন ধান চাষের জমির মতো কাঁদায় ভরপুর। তাই ধানের চারা রোপন করে রাস্তা মেরামতের জন্য প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। আর এ ব্যতিক্রমী প্রতিবাদ করেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডেবাসী।

ঐ ইউনিয়নের ভোটমারী এলাকার বজলার রহমান শিশু নিকেতন থেকে শুরু করে হাজরানিয়া পর্যন্ত রাস্তাটির খুবই বেহাল দশা। প্রতিবছর বর্ষাকালে এই রাস্তা খালখন্দে পানি আর কাদায় ভরে যায়। ফলে রাস্তা দিয়ে চলাচল করা খুব দূর্বিসহ হয়ে পড়ে। মেরামতের জন্য ইউপি মেম্বার চেয়ারম্যানের দ্বারেদ্বারে ঘুরে কোন লাভ হয়নি। তাই জনবহুল এলাকার এ সড়কটি পাকা না করায় সেখানে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী জানান, বর্ষাকাল এলেই কাঁচা এই সড়কে হাঁটু পরিমাণ কাদা হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে সড়কজুড়ে থকথকে কাদা থাকায় গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিনেও পাকা না করায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপন করেন। এবিষয়ে ঐ ইউপি চেয়ারম্যান কাদের এর মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।