চাঁপাইানবাবগঞ্জের নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা পরিষদের মালিকানাধীন সম্পত্তির উপর প্রায় শত বছরের অধিক সময় পূর্বে নির্মিত একটি ওয়াক্তিয়া মসজিদের স্থলে মার্কেট নির্মানের প্রতিবাদে মানব বন্ধন করেছে বাসস্ট্যান্ড মসজিদ রক্ষা কমিটির সদস্যরা।শনিবার সকাল সাড়ে ১০টার সময় বাসস্ট্যান্ড মোড়ে মসজিদ রক্ষা কমিটির আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন নাচোল উপজেলা যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন ,জেলা যুবলীগের সহ সভাপতি সাইদুর রহমান বাদল ,উপজেলা যুবরীগের সভাপতি প্রভাষক হারুর অর রশিদ ,সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বাবু ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ,যুবলীগ নেতাএ্যাডঃমোস্তাফিজুর রহমান,মসজিদ রক্ষা কমিটির সভাপতি মুজিবর রহমান ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজিত মানব বন্ধনে বক্তরা বলেন দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড মোড়ে নির্মিত ওয়াক্তিয়া মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করে আসছেন। জেলা পরিষদ নির্মিত আধুনিক মার্কেট ছাড়াও আশপাশের মুসলিম ব্যবসায়ীরাও এ মসজিদে নিয়মিত নামাজ আদায় করে থাকেন। কিন্তু জেলা পরিষদ কর্তৃপক্ষ বর্তমানে মসজিদটি উচ্ছেদ করে মার্কেট নির্মাণ করতে চান। যা মুসলমান মাত্র কারো কাছেই কাম্য নয়। মসজিদ উচ্ছেদ করে মার্কেট নির্মাণের কোনো নজির আমাদের জানা নেই। বক্তারা আরো জানান, মসজিদ উচ্ছেদ করে মার্কেট নির্মাণ বন্ধের জন্য আমরা রক্ষা কমিটি এমপিসহ সাধারণ মানুষের সই-স্বাক্ষর নিয়ে গত ২৩ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন দিই। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের মতামতকে তোয়াক্কা না করে কর্তৃপক্ষ জোর করে মার্কেট নির্মাণ করতে চাচ্ছেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, মসজিদ উচ্ছেদ করে কোনোমতেই মার্কেট নির্মাণ করতে দেয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলার আহম্বান জানান।

মোঃ-নাসিম আলী, নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি