প্রায় এক যুগ পর বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট মাঠে গড়াবে ২৭ আগস্ট। দুই টেস্টের সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় আসছে অসিরা। সিরিজ শুরুর আগে আগামী মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) মিডিয়া সেন্টারে সিরিজের টাইটেল স্পন্সরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরিজের টাইটেল স্পন্সর ও গ্রাউন্ড স্পন্সরশিপ রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে সানাউল আরেফিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম। দুই বছরের জন্য বিসিবি স্পন্সর স্বত্ব বিক্রি করেছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের কাছে। চুক্তির আওতায় সিরিজের নামকরণ, স্টাম্প, সাইটস্ক্রিন, বাউন্ডারি, গ্যালারি, ট্রফি, বিভিন্ন পুরস্কার, টিম বাস ও প্রবেশপথসহ মাঠের অনেক কিছুরই স্বত্ব মাত্রা কনসোর্টিয়ামের। অস্ট্রেলিয়া সিরিজে এসব কিছুর সত্ত্ব পাবে ডাচ বাংলা ব্যাংক। ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে সানাউল আরেফিন ডাচ-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা অতীতেও দেখেছি ক্রিকেটে তাদের এগিয়ে আসতে। আমার মনে পড়ে ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচে তারাই স্পন্সর করেছিল। সে সময় সব ধরনের স্বত্বই ছিল তাদের। ক্রিকেটের সঙ্গে তারা সবসময় আছে, থাকবে এই আশা করি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বক্তারা সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, যদিও দেশের এমন পরিস্থিতিতে খেলা হওয়াটা অস্বাভাবিক হলেও আগে থেকে ঠিক থাকায় আমাদের খেলা আয়োজন করতেই হচ্ছে। ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের সানাউল আরেফিন বৃষ্টি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, আবহাওয়ার যে অবস্থা তাতে সিরিজ কেমন হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে আশা করছি শেষ পর্যন্ত এটি ভালোই হবে। সংবাদ সম্মেলন শেষে ‘রকেট বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ’ এর লোগো উন্মোচন করা হয়।