সোমবার পাবনায় শিক্ষার্থীদের জেন্ডার ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ব্র্যাকের ‘‘ মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব ” (মেজনিন) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী শহরের সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে ‘‘ ষ্টুডেন্ট ওয়াচগ্রুপের সদস্যরা (শিক্ষার্থী) প্রশিক্ষনে অংশ নেন। শহরের ৫টি স্কুল থেকে ৫ জন করে শিক্ষার্থী এই প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষন প্রদান করেন মেজনিন প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার। শিক্ষার্থীদের সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব প্রদান, জেন্ডার সচেতনতা, যৌন হয়রানি ও বাল্য বিয়ে রোধে সচেতনতা বৃদ্ধি এবং কৌশল শেখানো হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক লানিং ডিভিশনের সিনিয়র লানিং ফেসিলিটেটর আফতাব উদ্দিন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ, মেজনিন প্রকল্পের বগুড়ার সেক্টর স্পেশালিষ্ট শরিফুল আলম প্রমুখ।