সৌদিআরবে আজুমার নামাজ আদায়ের পর হজযাত্রীরা সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে নিয়ত করে মিনার উদ্দেশে রওয়ানা হন।-বুধবার থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কার পবিত্র মসজিদুল হারামে শুক্রবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করা হবে।মক্কায় প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীরা বাস, ট্রেন এমনকি পায়ে হেটে মিনার পথে রওয়ানা হয়েছেন।

পবিত্র মক্কা নগরী থেকে তাবুর শহরখ্যাত মিনার দূরত্ব ৯ কিলোমিটার। হজের অংশ হিসেবে তারা পাঁচ দিন মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা, মক্কা ও মিনায় অবস্থান করবেন।এ বছর হজে অংশ নিচ্ছেন ২০ লাখের বেশি মুসল্লি।এদিকে, হজ উপলক্ষে এ বছর মক্কা ও মদিনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।২০১৫ সালে মিনায় পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে প্রায় ২ হাজার ৩০০ লোক মারা যান। এরপরই হজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উপর গুরুত্ব দেয় সৌদি কর্তৃপক্ষ। এদিকে, যাত্রীরা ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগ এনেছেন। এজেন্সিগুলোর প্রতারণার কারণে ভিসা হওয়া সত্ত্বেও তারা যেতে পারেননি বলে ধর্ম মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করেছেন ৯৮জন হজযাত্রী।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান বলেন, তাদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।বেসরকারি এজেন্সির গাফলতির পাশাপাশি এবার নতুন পদ্ধতি ই-ভিসা ও মোয়াল্লেম ফি নির্ধারণও বাংলাদেশি হজ যাত্রীদের বিড়ম্বনায় ফেলেছে। তবে সব জটিলতা কাটিয়ে এবারের ফিরতি হজ নির্বিঘœ হবে বলে আশা প্রকাশ করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।সরকারি-বেসরকারি উদ্যোগ মিলিয়ে এবার প্রায় ১ লাখ ত্রিশ হাজার বংলাদেশির সৌদি আরবে হজ করতে যাওয়ার কথা। কিন্তু নানা জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ১ লাখ ২৭ হাজারেরও বেশী হজে যেতে পারলেও, ৩৬৭ হজযাত্রী এবার যেতে পারছেন না।আর এর জন্য হজ এজেন্সিগুলোর অনিয়মকেই দুষছেন তারা। ৯৮জন হজযাত্রী ১৮টি এজেন্সির বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন।