বরাবরের মত এবারও বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য,রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ শনিবার সকালে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়ার শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবারও পাঁচটি জামাত হবে। প্রথম জামাতটি হবে সকাল সকাল ৭টায়। পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে পরের জামাতগুলো হবে।জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে।এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল-াহ মুসলিম হলের প্রধান ফটক সংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং শহীদুল্লাহ হলের লনে একই সময়ে আরেকটি জামাত হবে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৮টি জায়গায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন।তিনি বলেন, করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে চারটি করে জামাতের আয়োজন করা হয়েছে।ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা এনায়েত হোসেন জানিয়েছেন, তার এলাকায় ১৮০টি স্থানে ঈদ জামাত হবে। এ সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে পাঁচটি করে জামাতের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া রাজধানীর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সোয়া ৯টায় তিনটি জামাত হবে। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় হবে দুটি জামাত।সকাল ৭টায় মীরবাড়ি আদি জামে মসজিদে; সোয়া ৭টায় খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, লক্ষ্মীবাজারের মিয়া সাহেব ময়দান শাহ সাহেব বাড়ি জামে মসজিদ, পল্লবী ডি-ব্লক ঈদগাহ মাঠ এবং আবুজর গিফারী কলেজ মাঠে ঈদ জামাত হবে।সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাঠ, এলিফেন্ট রোডের এরোপ্লেন মসজিদ, মিরপুর ১২ নম্বরে হারুন মোল্লা ঈদগাহ পার্ক, মধ্য বাড্ডা পুকুরপাড় জামে মসজিদ, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, সায়দাবাদের চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের মসজিদ-এ-তৈয়্যবিয়া ও মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। পৌনে ৮টায় ঈদ জামাত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জামে মসজিদে; যাত্রাবাড়ীর বায়তুল জান্নাত জামে মসজিদের জামাত হবে সকাল ৯টায়।এছাড়া নারিন্দার মশুরীখোলা দরবার শরীফ জামে মসজিদ, ধানমন্ডি ঈদগাহ ময়দান, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদ, লক্ষ্মী বাজার নূরানী জামে মসজিদ, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদ, মিরপুরের মারকাজে ইশাঅতে ইসলাম ফুরফুরা দরবারের মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে এবার ঈদুল আজহার প্রধান জামাত হবে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে।শনিবার সকাল পৌনে ৮টায় এ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।একই স্থানে সকাল পৌনে ৯টায় দ্বিতীয় ঈদ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী।এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের ১৬২টি স্থানে এবার কোরবানির ঈদের জামাত হবে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।এর মধ্যে নগরীর বাকলিয়ায় সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায়, লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, জালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান মসজিদে সকাল সোয়া ৮টায় হবে ঈদের জামাত।নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে আরেকটি বড় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

রাজশাহী:রাজশাহীতে সকাল ৮টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে। সেখানে ইমামতি করবেন শাহ মখদুম জামেয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী।তবে আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে শাহ মখদুম দরগা মসজিদে একাধিক ঈদ জামাত হবে।ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মাহবুব আলম জানান, রাজশাহীতে প্রথম ঈদ জামাতটি হবে সকাল ৭টায় রাজশাহী প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে।ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত হবে সকাল সোয়া ৮টায় নগরীর টিকাপাড়ায় (মহানগর) ঈদগাহে।এছাড়া সকাল সাড়ে ৭টায় নওদাপাড়া আমচত্বর আহলে হাদীস মাঠ ও বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদে ঈদের জামাত হবে। এরপর সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।খুলনা: খুলনায় সকাল ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউজ ময়দানে। খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় হবে দ্বিতীয় জামাত।আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় টাউন জামে মসজিদে হবে।আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে ৮টায় খুলনা কালেক্টটের জামে মসজিদেও একটি জামাত হবে বলে তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঊরিশাল: বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন সেখানে ইমামতি করবেন।প্রধান জামাতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গন্যমান্য ব্যাক্তিরা ঈদের নামাজ আদায় করবেন।বরিশাল বিভাগে সবচেয়ে বড় ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে।সেখানে প্রায় ২০ হাজার মানুষের অংশগ্রহণে ঈদের জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম।সিলেট: সিলেটের শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত হবে। জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।এছাড়া হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ ও সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদের দুটি জামাত হবে সকাল ৮টায়।বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় এবং সকাল সাড়ে ৯টায় তিনটি জামাত হবে।এ ছাড়া সিলেট নগরীর অন্তত ৫০টি স্থানে কোরবানির ঈদের জামাত হবে বলে সিটি করপোরেশন জানিয়েছে।

রংপুর: রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে।জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, আবহাওয়া খারাপ থাকলে কালেক্টরের মাঠে না হয়ে ঈদের প্রধান জামাত হবে কোর্ট জামে মসজিদে। জেলার অন্যান্য স্থানে ঈদের জামাত সকাল ১০টার মধ্যে শেষ করার জন্য ঈদগাহ মাঠ কমিটিকে চিঠি দেওয়া হয়েছে। আবহাওয়া বিরূপ হলে মসজিদেই ঈদ জামাতের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া রংপুরের শতাধিক স্থানে ঈদের জামাত হবে এবার।