যশোর কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার বিএনপি নেতা বদিয়ার রহমান (৫৫) নামে এক হাজতির মৃৃত্যু হয়েছে৷ নিহত হাজতি বাঘারপাড়া পৌর এলাকার দুই নাম্বার ওয়ার্ডের গনি শিকদারের ছেলে৷বাঘারপাড় পৌর বিএনপির সহ সভাপতি ও বাঘারপাড়া উপজেলা বাজার বনিক সমিতির সাধারন সম্পদক৷

কারাগারে নিহত বদিয়ার রহমানের চাচাত ভাই ইব্রাহিম হোসেন জানান, গত ২৫ আগষ্ট বাঘারপাড়া বিএনপির টি এস আয়ুব গ্রুপ ও তাহের গ্রুপের মধ্যো সংংঘর্ষ হয়৷ পুলিশ বাদী মামলার আসামী হিসাবে ২৬ আগষ্ট বাঘারপাড়া থানা পুলিশ বদিয়ারকে আটক করে আদালতে পাঠায়৷ পরে বিচারক কারাগারে পাঠান৷ মঙ্গলবার ভোরে যশোর কারাগারে অসুস্থ হয়ে পড়লে বদিয়ারকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক কাজল মল্লিক হাজতির মৃৃত্যু ঘোষনা করে। কাজল মলি¬ক বলেন, হাজতি আসামির হাসপাতালে আনার আগেই মৃৃত্যু হয়েছে৷হাজতি মৃৃত্যুর ঘটনা জানতে চাইলে যশোর কেন্দ্রিয় কারাগারের জেলার আবু তালেব, কেন্দ্রিয় কারাগারের চিকিৎসক তৌহিদুল ইসলামের উদ্বিৃৃত্তি দিয়ে বলেন কারাগারে থেকে তাকে হার্ট এটাকের রোগী হিসাবে হাসপাতালে পাঠানো হয়েছিলো৷ হার্ট এটাকেই হাজতি আসামির মৃৃত্যু হয়েছে৷