বরগুনায় পূর্ব শত্রুতার জের হিসেবে বিষ প্রয়োগে ঘেরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুল ঢলুয়া গ্রামে। এ ঘটনায় অভিযোগকারী মোঃ রাকিব গতকাল মঙ্গলবার বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। মোঃ রাকিব জানান, আমার বাড়ীর সামনেই ৭ মাস পূর্বে একটি মাছের ঘের করি। সেই ঘেরে ১০ হাজার উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়া এবং ৫ হাজার রুই কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করি।

গতকাল সোমবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত আমি আমার ঘেরের কাছেই ছিলাম। তখন পর্যন্ত সব কিছুই ঠিক ছিলো। সকাল বেলা ঘুম থেকে উঠে ঘেরের পাশে গিয়ে কিছু মরা মাছ দেখতে পাই। সাথে সাথে ঘেরের মধ্যে নেমে দেখি সব মাছ মরে পানির নীচে পড়ে আছে। শেষে ঘেরের আশপাশ তল্লাশী করে দু’টি লেবেল বিহীন বিষের বোতল পাই। এ ঘটনা কারা ঘটিয়েছে জানতে চাইলে রাকিব বলেন, আমার প্রতিবেশী আলআমিন, কনু, সহিদ, বেলী তারা এ ঘটনা ঘটিয়েছে। তাদের সাথে জমিজমা নিয়ে আমাদের দীর্ঘদিনের শত্রুতা। এর আগেও আমার ঘেরের পাশে বিভিন্ন প্রজাতির ছোট ছোট গাছ ওরা কেটে ফেলে, এ নিয়ে ওদের সাথে আমাদের মারপিটও হয়েছে। সাক্ষাৎকার নেয়ার জন্য প্রতিপক্ষ আলআমিন গংদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে ঢলুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল টিটু জানান, ঘটনা আমি শুনেছি। এ কাজ যারাই করে থাকুক তাদের কঠিন বিচার হওয়া উচিত।

মোঃ জাহিদুল ইসলাম মেহেদী, জেলা প্রতিনিধি