পুরান ঢাকার মালিটোলায় বেল্ট তৈরির একটি ছোট কারখানায় আগুন লেগে তিন কিশোর শ্রমিক দগ্ধ হয়েছে।বুধবার দুপুরে মালিটোলার ৭৪ নম্বর হোল্ডিংয়ের সাত তলা একটি ভবনের সপ্তম তলায় ওই অগ্নিকা-ের পর দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।দগ্ধ তিনজনের নাম একরাম, সঞ্জয় দাশ এবং রঞ্জিত। তাদের সবার বয়স অনুমানিক ১৪-১৫ বছর।

রঞ্জিত হাসপাতালে সাংবাদিকদের জানান, বেলা আড়াইটার দিকে কাজ করার সময় একজন বৈদ্যুতিক সুইচ অন করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে তারা তিনজন দগ্ধ হন।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মো. রাসেল জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাদের খবর দেওয়া হয়নি।একই কথা জানিয়ে বংশাল থানার ওসি সাহিদুর রহমান বলেন, এই মাত্র শুনলাম। পুলিশ পাঠাচ্ছি।ঢাকা মেডিকেল ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই তিন কিশোরকে যারা হাসপাতালে নিয়ে এসেছেন, তারা বলেছেন, আগুন লাগার পর আশপাশের লোকজনই তা নিভিয়ে ফেলে।