আগামী মাসে আইফোন ১০ বাজারে আসার কথা রয়েছে। সেভাবে প্রস্তুতিও নিচ্ছে অ্যাপল। কিন্তু শেষ মুহূর্তে এসে অ্যাপলকে বেকায়দায় ফেলে দিয়েছে রোমিও এবং জুলিয়েট। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আইফোনের ফেসিয়াল রিকগনিশন সেন্সরের দুটি অংশ রয়েছে যার নাম দেওয়া হয়েছে রোমিও এবং জুলিয়েট। এর মধ্যে রোমিও মডিউল চেহারা স্ক্যান করার সময় ইনফ্রারেড রশ্মি নির্গমন করে এবং জুলিয়েট মডিউল চেহারা মিলিয়ে আসল মালিক শনাক্ত করার কাজটি সম্পন্ন করে।

জানা গেছে, আইফোন ১০ তৈরিতে ঝামেলা করছে রোমিও মডিউল। এই মডিউলটি ফোনে যুক্ত করতে জুলিয়েট অপেক্ষা বেশি সময় প্রয়োজন হচ্ছে। আর এ কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন।

ধারণা করা হচ্ছে, আইফোন ১০-এর অগ্রিম বুকিং ৫০ কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু উৎপাদনে ব্যাঘাত ঘটার কারণে নির্দিষ্ট সময়ে গ্রাহকদের হাতে ডিভাইসটি তুলে দেওয়া নিয়ে আশংকা দেখা দিয়েছে। সমস্যা চলতে থাকলে অনেক গ্রাহকের আইফোন ১০ হাতে পেতে ২০১৮ সাল পর্যন্তও অপেক্ষা করা লাগতে পারে।