পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ (পিসিসিআই) এর দ্বি-বার্ষিক নিবার্চনে মোঃ সাইফুল আলম স্বপন চৌধুরী সভাপতি, মোঃ আলী মর্তুজা বিশ্বাস সনি প্রথম সহ-সভাপতি এবং মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশা দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে পাবনা চেম্বার মিলনায়তনে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু নির্বাচিতদের নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাবেক জিপি অ্যাডভোকেট শাহাবুদ্দিন সবুজ জানান, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী মেসার্স ধ্রুব-রুদ্র কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক। আলী মর্তুজা সনি বিশ্বাস মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ফোরকান রেজা বাদশা বিশ্বাস পাবনা শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী।
তিনি আরও জানান, বৃহস্পতিবার ওই তিন জন ছাড়া আরও ১৮ জন পরিচালক নির্বাচিত হন। তারা হলেন, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন রানা বিশ্বাস, মেসার্স শফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শফিকুল ইসলাম, আক্তার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আকতার বিশ্বাস, স্বাগতম সত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন বাচ্চু, মেসার্স গণি ব্রার্দাসের মোহাম্মদ আলী, এএইচএম রেজাউল, জাহিদ হোসেন জামিম, মিরাজুল আলম রুবেল, উত্তম কুমার কুন্ডু, আশরাফ উজ জামান মিঠু, জাহাঙ্গীর হোসেন মো. আব্দুল হান্নান, মো. হাবিবুর রহমান হাবিব, এবিএম ফজলুর রহমান, মো. মাসুদুর রহমান মিন্টু, ফারুক উজ জামান চৌধুরী, আবুল হোসেন খান রিপন ও মো. ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাবেক জিপি অ্যাডভোকেট শাহাবুদ্দিন সবুজ, অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ বিশ্বাস হেলাল, অ্যাডভোকেট এআই খান টিপু, নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন ও অ্যাডভোকেট রণধীশ ভট্রাচার্য চেম্বারেরঅন্যান্য কর্মকর্তা ও শহরের ব্যবসায়ীরা।