গাজীপুরের শ্রীপুরে দু’টি পৃথক ঘটনায় দুই কারখানার এক নারীসহ দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, শ্রীপুরের নয়নপুর এলাকার জাবের স্পিনিং কারখানার কাটিং অপারেটর হোসনে আরা (২৫) রাতের শিফ্টের কাজ বুধবার সকালে কারখানা থেকে মাওনা উত্তরপাড়া এলাকার ভাড়া বাসায় ফিরছিল। পথে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। হোসনে আরা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিড়খারুয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে।

এদিকে একই উপজেলার আরএকে সিরামিক কারখানা ভবনের উপর থেকে পা পিছলে নীচে পড়ে এক শ্রমিক ও অপর একজন আহত হয়েছে। শ্রীপুর মডেল থানার এসআই মফিজুর রহমান জানান, শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় আরএকে সিরামিক কারখানার টিন শেড ভবনের প্রায় ৫০ ফুট উপরে ২নং ডায়ারে বুধবার ভোর রাতে কাজ করছিল দু’শ্রমিক (স্প্রে ডায়ার অপারেটর) নাজমুল আলম (৩২) ও হাবিবুর রহমান (৩০)। এসময় ডায়ারে পড়ে যাওয়া পাউডারে পা পিছলে সেখান থেকে প্লাস্টিকের টিন ভেঙ্গে নীচে ড্রেনের উপর পড়ে যায় তারা। এতে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে তারা গুরুতর আহত হয়। সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। আহত হাবিবুর রহমানকে মাওনা আল-হেরা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিহতের নাম নাজমুল আলম (৩২)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার বড়চালা নগর হাওলা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং আহত হাবিবুর রহমান (৩০) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আকরাম হোসেনের ছেলে।