রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-ফোর হান্ড্রেন’ কিনতে সম্মত হয়েছে সৌদি আরব। সৌদি আরবের রাজা সালমানের মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের পর এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি কয়েকশ কোটি ডলারের বেশ কিছু বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা এবং জ্বালানি তেলের দাম কমায় দেশটিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সহযোগিতা করছে সৌদি আরব।

রাশিয়া থেকে কর্নেট মিসাইল সিস্টেম এবং মাল্টিপল রকেট লঞ্চার কিনতেও আগ্রহী সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ বলছে, এ চুক্তির মধ্য দিয়ে আরো শক্তিশালী হবে সৌদি আরবের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা।