গাজীপুরের কালিয়াকৈরে এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটসের পরিচালনায় ‘এপিআর ওয়ার্কশপ অন স্ট্র্যাটেজিক পার্টনারশীপ’ শীর্ষক পাঁচদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাকস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশ্ব স্কাউট সংস্থার এশিয়া প্যাসিফিক রিজিওনাল পরিচালক মি. রিজাল ক্যুবা পাঙ্গিলিনান, জন প্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, জাতীয় কমিশনার (আন্তর্জাতিক সম্পর্ক) রফিকুল ইসলাম খাঁন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব ও কর্মশালা পরিচালক শাহ কামাল।

বাংলাদেশসহ ভারত, শ্রীলংকা, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তাইওয়ান এর ১৪ জনসহ ৬৩জন স্কাউট কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহন করছেন।

আয়োজকরা জানান, কর্মশালায় জাতীয় ও আঞ্চলিক ক্ষেত্রে সরকারী ও সমমনা বেসরকারী সংস্থার সঙ্গে কৌশলগত অংশিদারিত্ব বিষয়ে কর্মকৌশল নির্ধারন করা হবে। আগামী ১৪ অক্টোবর এ কর্মশালা শেষ হবে।