ছয় মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুর ১টায় উত্তরা মেটোরেলের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের রাজনৈতিক প্রসঙ্গে বলেন, জামায়াতের হরতালে সহিংস রূপ নিলে তখন জবাব হবে সেরকম। উপযুক্ত জবাব দেয়া হবে বলে যোগ করেন মন্ত্রী। তিনি বলেন, তাদের সহিংসতার কোনো পজেটিভ রেজাল্ট নেই।

ফখরুল প্রসঙ্গে কাদের সাংবাদিকদের বলেন, উনারে কাঁদতে বলেন। হতাশ হয়ে চোখের জল ফেলছেন। তার অবস্থায় পড়লে আমারও কি হতো। সেটা আমাদের ভাগ্যে হয়নি।বিচারপতি প্রসঙ্গে তিনি বলেন, উনিতো মেরুদন্ডহীন না। জোর করে বিদেশ পাঠানো হলে উনি নিজেই বলতেন। তিনি বলেন, খালেদা জিয়া এবং বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এটা কি সরকারের গ্রেপ্তারির পরোয়ানা নাকি আদালতের? আদালতের কোনো আদেশ বা রায় যখন সরকারের বিরুদ্ধে যায়, তখন বিএনপি খুশি রাখার জায়গা থাকে না। আবার যখন কোনো আদেশ বা রায় তাদের বিরুদ্ধে যায়, তখন তারা আদালত রায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করে, যার অর্থ হচ্ছে আদালতের রায়কে তারা অবমাননা করছে। বিএনপি’র সমালোচনা করে তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায়ও কিন্তু আদালত দিয়েছে। ষোড়শ সংশোধনীর রায় যখন সরকারের বিরুদ্ধে যায় বিএনপির তখন খুশির সীমা ছিলনা। আর যখন তাদের বিরুদ্ধে যায় তখন রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবী করে। মহাসড়কে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে যানবাহনগুলো বিকল হয়ে যানজট সৃষ্টি করে থাকে। একই কারনে মহাসড়কগুলোর রাস্তা ধংস হয়ে যাচ্ছে।মহাসড়কগুলো রক্ষা করার জন্য আগামী ১ নভেম্বর থেকে স্কেল লোড নীতামালা যথাযথ প্রয়োগ করা হবে।তিনি বলেন, মহাসড়কে মালামাল পরিবহনের ব্যাপারে মন্ত্রনালয় একটি নীতিমালা প্রণয়ন করেছে। এ নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা হলে মহাসড়কগুলো রক্ষা করা সম্ভব হবে।