নর্থ কোরিয়ার হ্যাকাররা সাউথ কোরিয়ার সামরিক সমন্বিত ডাটা সেন্টার থেকে ২৩৫ গিগাবাইট সামরিক তথ্য হ্যাক করেছে বলে অভিযোগ করেছে সাউথ কোরিয়া। ওই তথ্যের মধ্যে সাউথ কোরিয়া ও মার্কিন যুদ্ধকালীন পরিকল্পনার বিস্তারিত ছিল।বুধবার (১১ অক্টোবর) সাউথ কোরিয়ার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা রি চিওল-হি এ কথা বলেন।

রি চিওল-হি রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে জানান, সাউথ কোরিয়ার সামরিক সমন্বিত ডাটা সেন্টার থেকে চুরি করে নেয়া ওই নথিতে নর্থ কোরিয়ার শাসককে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনার তথ্য ছিল। এর আগে গত মে মাসে নর্থ কোরিয়া বিভিন্ন ডাটা হ্যাক করেছে বলে অভিযোগ করেছিল সাউথ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি দল। তবে তখন কী ধরনের ডাটা চুরি হয়েছে, তার বিস্তারিত প্রকাশ করেনি।