সমঝোতা চুক্তিতে সই করেছে ফিলিস্তিনের দুই রাজনৈতিক দল হামাস ও ফাতাহ। এর ফলে এক দশক ধরে চলে আসা দল দুটির বিভক্তির অবসান হলো। বিবিসি জানিয়েছে, হামাস নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াহ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। ইসমাইল হানিয়াহ এর চেয়ে বেশি কোনো তথ্য জানাননি। তিনি বলেন, ‘মিসরের মধ্যস্থতায় ফাতাহ ও হামাস ঐকমত্যে পৌঁছেছে।’ কায়রোতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ইসমাইল হানিয়াহ।