পুলিশের ২০ কর্মকর্তাকে এডিশনাল আইজি ও ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ডিআইজি (উপ মহাপরিদর্শক) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে এডিশনাল আইজি (অতিরিক্ত মহাপরিদর্শক) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। বুধবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এডিশনাল আইজি হয়েছেন, সিআইডির ডিআইজি আবদুস সালাম, পুলিশ সদর দফতরের মো. মহসিন হোসেন, শিল্প পুলিশের মো. নওশের আলী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর শহীদুল ইসলাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।

ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন, পুলিশ সদর দফতরের আবু হাসান মুহাম্মদ তারিক, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট ড. হাসান উল হায়দার, কেএমপির পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে থাকা মো. হুমায়ুন কবির, টিঅ্যান্ডআইএম এর অতিরিক্ত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান, র‌্যাবের পরিচালক মো. শাহাবুদ্দিন খান, ডিএমপির অতিরিক্ত কমিশনারের চলতি দায়িত্বে থাকা ওয়াই এম বেলালুর রহমান, আরএমপি’র পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে থাকা মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, ডিএমপির জয়েন্ট কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, র‌্যাবের পরিচালক সেলিম মো. জাহাঙ্গীর, সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, র‌্যাবের পরিচালক খন্দকার লুৎফুল কবির ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম।