বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর তাদের চলতি ১২টি প্রযোজনার মধ্য থেকে বাংলাদেশে দর্শক-নন্দিত ৭টি নাটক নিয়ে এবার কলকাতায় নাট্যোৎসব আয়োজন করছে। কলকাতার বিখ্যাত নাটকের দল নান্দীপট আয়োজিত এবং অন্য থিয়েটার ও পূর্ব পশ্চিম নাট্যদল দুটির সহযোগিতায় ‘‘প্রাঙ্গণেমোর বাংলাদেশ নাট্যোৎসব ২০১৭” শিরোনামে এ নাট্যোৎসবের উদ্বোধন হবে ৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় কলকাতার হোচিমিন সরণির সত্যজিত রায় অডিটরিয়ামে (ওঈঈজ)। ৬ দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে ৮ নভেম্বর পর্যন্ত এবং প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়িত হবে। নাট্যোৎসবের উদ্বোধন করবেন কলকাতার বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও নির্দেশক বিভাস চক্রবর্তী, অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সাংসদ অর্পিতা ঘোষ, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (কলকাতা) পরিচালক গৌতম দে এবং বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ, অভিনেতা ও নির্দেশক লিয়াকত আলী লাকী, কলকাতাস্থ বাংলাদেশ হাই কমিশনের তথ্য ও সংস্কৃতি সচিব মো: মোফাকখারুল ইসলাম।

নাট্যসূচি:
৩ নভেম্বর আমি ও রবীন্দ্রনাথ, রচনা ও নির্দেশনা নূনা আফরোজ
৪ নভেম্বর ঈর্ষা, রচনা সৈয়দ শামসুল হক, নির্দেশনা অনন্ত হিরা
৫ নভেম্বর (বিকাল ৩টায়) শেষের কবিতা, নাট্যরূপ অনন্ত হিরা, নির্দেশনা নূনা আফরোজ
৫ নভেম্বর (সন্ধ্যা ৭টায়) শ্যামাপ্রেম, নাট্যরূপ চিত্তরঞ্জন ঘোষ, নির্দেশনা অনন্ত হিরা
৬ নভেম্বর বিবাদী সারগাম, রচনা ও নির্দেশনা শিশির রহমান
৭ নভেম্বর আওরঙ্গজেব, রচনা মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনা অনন্ত হিরা
৮ নভেম্বর কনডেমড সেল, রচনা অনন্ত হিরা, নির্দেশনা আউয়াল রেজা

৫ নভেম্বর সকাল ১১টায় একই হলে আয়োজন করা হয়েছে উন্মুক্ত সেমিনার। সেমিনারের বিষয়-
কেমন ছিলো,
কেমন আছে,
কেমন দেখতে চাই দুই বাংলার নাট্য-সংস্কৃতির আদান-প্রদান।

সেমিনারের বিষয় উপস্থাপন করবেন দুই বাংলার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী ও মামুনুর রশীদ এবং অংশগ্রহণ করবেন প্রকাশ ভট্টাচার্য, গোলাম কুদ্দুস, দিলীপ দত্ত, দেবেশ চট্টোপাধ্যায়, আশিষ গোস্বামী, মোহিত বন্ধু অধিকারী, কিশোর সেনগুপ্ত, অভীক ভট্টাচার্য ও অংশুমান ভৌমিক। এ নাট্যোৎসবে প্রাঙ্গণেমোর নাট্যদল কলকাতার বিশিষ্ট ৭ জন নাট্যপ্রেমী ও নাট্যব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করবেন। তাঁরা হলেন- অমলেশ দাশগুপ্ত, সেলিম উর রহমান, মনতোষ কুমার সাহা, সৌমিত্র মিত্র, সমর মিত্র, গৌতম হালদার ও অঞ্জন কাঞ্জিলাল। ‘‘প্রাঙ্গণেমোর বাংলাদেশ নাট্যোৎসব ২০১৭” আয়োজনে ঢাকা ও কলকাতার সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেছেন সৌরভ চট্ট্যোপাধ্যায়।