প্রথমবারের মতো যশোরের বি. এ. এফ শাহীন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পু্নর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৫ জানুয়ারি শুক্রবার কলেজ ক্যাম্পাসে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী এ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশনের জন্য এই- ০১৭৭৫৫৫৫৮৮৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছে। লিঙ্ক –https://www.facebook.com/groups/exshaheenassociationjessore/

ঢাকা শহরের পুরাতন ঢাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মতিঝিল, সেগুনবাগিচা, পল্টন, কলাবাগান, গুলশান, বনানী, ঢাকা ক্যান্টনমেন্ট, মিরপুর এলাকায় ১৯৮০-২০১৭ এই ৩৭ বছরে যশোর শাহীন স্কুল ও কলেজের খন্ডকালিন বা পুর্ণকালিন যারা ছাত্র ছাত্রী আছো তারা নিম্নের ঠিকানায় আগামী ৫ ই জানুয়ারী ২০১৮ গ্রান্ড রি ইউনিয়নের রেজিষ্ট্রেশন করতে পারবে।

পয়েন্ট সমুহ:

মতিঝিল এলাকা:
১) ইব্রাহিম খলিল।
চেয়ারম্যান
রাহি নিট কম্পোজিট লিমিটেড।
সুইট নাম্বার ৫০১
লেবেল ৫
বলিয়াদী ম্যানসন ( অপোজিট কৃষি ভবন, ইউনেস্কো টাওয়ার).
১৬ দিলকুশা বানিজ্যিক এলাকা।
ঢাকা ১০০০.

২) পান্থপথ এলাকা।
তুষার।
হেড আব আইটি
রুম নাম্বার ১০১.
স্কোয়ার হাসপাতাল মেইন ভবন।
পান্থপথ, ঢাকা ১২০৫.

ধানমন্ডি, ললালমাটিয়া,মোহাম্মদপুর এলাকা
৩) জাকিয়া সুলতানা মালা।
ম্যানেজার
অগ্রনী ব্যাংক লিমিটেড
ধানমন্ডি ব্রাঞ্চ
রোড নাম্বার ২৯
সোবহানবাগ লাল ইটের মসজিদ
ধানমন্ডি ঢাকা ১২০৫.

ঢাকা ক্যান্টনমেন্ট, মিরপুর এলাকা
৪) সালাহউদ্দীন ভূঁইয়া।
পরিচালক।
আল যশোর রিসোর্ট এন্ড ডেভোলোপম্যান্ট লিমিটেড।
বাড়ি নাম্বার ৩৪২ ( তৃতীয় তলা ) রোড নাম্বার ২৫ মহাখালি ডি ও এইচ, ঢাকা ১২০৬.

গুলশান, বনানী, উত্তরা ও বাড্ডা এলাকা
৫) মো: রেজাউর করিম রেজা।
সি ই ও
ফাস্ট লেন ইমিগ্রেশন এন্ড কনসাল্টেন্ট লিমিটেড।
সুইট নাম্বার ১৩/বি
রূপসা টাওয়ার লেবেল # ১৩.
কামাল আতাতুর্ক এভিনিয়্যু.
( বনানী পোষ্ট অফিসের পুর্বপাশে এবিসি টাওয়ারের সাথে )।
বনানী, ঢাকা ১২১৩.

বি,এ,এফ শাহিন স্কুল এন্ড কলেজের এক্স শাহিনদের ০৫ই জানুয়ারি,২০১৮ সালের রি-ইউনিয়নের অংশ গ্রহনের জন্য ১৯৯৭ সালের ব্যাচ সহ অন্য যে কোন ব্যাচের রেজিস্ট্রিশন ফর্ম পুরন করা হবে ২৭/১০/২০১৭ /শুক্রবার/সকালঃ৯ঃ০০ টা থেকে বিকালঃ৫ঃ০০ পর্যন্ত।স্থানঃজাতীয় সংসদ ভবন।তাছাড়া পরবর্তীতে খিঁলগাও/তিল্পাপাড়া তে একটি পয়েন্ট নির্বাচন করা হয়েছে।আগ্রহী প্রাক্তন ছাত্র/ছাত্রীদের ২৭/১০/২০১০ থেকে ০৫/১১/২০১৭ পর্যন্ত 01710 03 61 61 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।মোঃরেজাউল করিম (বাবু),প্রাক্তন ছাত্র/১৯৯৭ ব্যাচ।