ভূতের ভয়! ভয়ংকর! জমিদার বাড়ির মৃত আত্মা ব্যাচেলর প্রিয় খানকে সর্বদা তাড়া করে। শতবছরের ভূতুরে বাড়ির আবহ প্রিয় খান মনে প্রতিনিয়ত আতঙ্ক অনুভব করে। রুচিতার আত্মাহতি ও মৃত রুচিতার ঝুমুরের শব্দ, নাচ ও উপস্থিতি পদে পদে।

ভূত রহস্য উম্মোচনের ডানা মেলাতে প্রিয় খান যুক্তি খুঁজতে থাকে। তবে শাহআলম নামের চিফ কেয়ারটেকার যুক্তি মানতে নারাজ। ভূতের রহস্যের ঘটনা নিয়ে টেলিফিল্মের গল্পনিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘ভূতের নাম একা’।৩১ অক্টোবর মঙ্গলবার ‘হ্যালোউইন ডে’ উপলক্ষে টেলিফিল্মটি চ্যানেল আইতে সন্ধ্যা ৭:৫০ মিনিটে প্রচারিত হবে। মইনুল খানের রচনা ও সার্বিক তত্ত্বাবধানে টেলিফিল্মটি পরিচালনা করেছেন আজিজুল হাকিম। চিত্রনাট্য লিখেছেন জিনাত হাকিম। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাজু খাদেম, সুবর্ন কাজল, সাবেরী আলম, আল মামুন, কাজী উজ্জ্বল, অভি, ফেরদোউস তমাল,বিনয় বনিক,শিশির, কল্লোল, আমিন আজাদ ও অন্যান্য।