দুর্নীতি দমন কমিশন(দুদক) দায়ের করা একটি দুর্ণীতি মামলা সংক্রান্ত বিষয়ে সোমবার বগুড়ায় আদালত চত্বরে আসেন সাবেক পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আদালত চত্বরে তার আসার পর দুদুকের মামলায় তিনি হাজির হবেন কিনা সে বিষয়টি আদালত প্রাঙ্গন সহ নানা মহলে অলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে। প্রায় দু’ ঘন্টা আদালত চত্বরে থাকার পর দুদুকের মামলায় তিনি হাজির না হয়ে ফিরে যান। আইনজীবীরা জানিয়েছেন, লতিফ সিদ্দিকী মামলায় হাজির হওয়ার জন্য আসেননি। তিনি এ সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা ও খোজঁখবর নেয়ার জন্য এসেছিলেন। অপরদিকে আইনজীবিদের একাধিক সুত্র জানায়, লতিফ সিদ্দিকী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দুদকের দায়ের করা মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করার জন্য এসেছিলেন। আইনজীবীদের সঙ্গে আলোচনার পর তিনি মতপরিবর্তন করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির না হয়ে চলে যান।

মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যাবহার, অপরাধমুলক বিশ্বাসভঙ্গ ও অসৎ উদ্দেশ্যে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজসে বগুড়ার আদমদিঘী উপজেলায় জুট কর্পোরেশনের ২ দশমিক ৩৮ একর সরকারি জমি কম মুল্যে বিক্রিয় করার জন্য দুদুক ১৭ অক্টোবর মামলা দায়ের করে। বগুড়ার আদমদিঘী থানায় দুর্নীতি প্রতিরোধ আইনে দায়ের করা এই মামালায় প্রধান অভিযুক্ত করা হয় বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। মামলার অপর অভিযুক্ত হলেন, জমির ক্রেতা বগুড়া শহরের কালিতলা এলাকার জাহানারা রশিদ। দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে ওই মামলা দায়ের করেছিলেন।এই মামলা সংক্রান্ত বিষয়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী বগুড়ার আদালত চত্বরে আসেন। এসময় খবর ছড়ায় যে, তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করবেন। সকাল সাড়ে ১০ টার কিছু পর তিনি আদালত চত্বরে আসেন এবং আইনজীবীদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। তবে দুপুর বারোটার পর লতিফ সিদ্দিকী আদালত চত্বর ত্যাগ করেন। আদালত প্রাঙ্গনে তার উপস্থিতি হওয়ার পর তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন কিনা সে বিষয়ে নানা মহলে আলোচনা শুরু হয় এবং আদালত প্রাঙ্গন ত্যাগ না করা পর্যন্ত তা অব্যাহত থাকে। তবে বগুড়া বারের বিশিষ্ট আইনজীবি মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু জানান, লতিফ সিদ্দিকী মামলা সংত্রান্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছেন। জামিনের জন্য তিনি আসেননি। আলোচনার পর তিনি চলে যান। দুুদকের পিপি এস,এম আবুল কালাম আজাদ জানিয়েছেন, আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজির হওয়া জন্য কোন আবেদন করেননি।