ঝিনাইদহে ধূমপান ও তামাকের প্রভাব এবং ক্যান্সার বিষয়ে একদিনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী, স্বাস্থ্য শিক্ষা বুরে‌্য’র ডেপুটি চিফ ও প্রোগ্রাম ম্যানেজার বজলুর রহমান, ডেপুটি প্রোগ্রামার মখলেছুর রহমান। এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধূমপান ও তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে সকলকে নিজ নিজ জায়গা হতে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।