কক্সবাজারে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ১৭ লাখ টাকাসহ আটক সেই সাত গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, অপহরণের শিকার ব্যবসায়ী আব্দুল গফুর বুধবার রাতে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন।মঙ্গলবার দুপুরে গফুরকে অপহরণের পর তার পরিবারের কাছ থেকে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায় করে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার ভোরে সেনাসদস্যরা পুরো টাকাসহ ছয় গোয়েন্দাকে আটক করেন। পরে পুলিশ আরেকজনকে আটক করে।

পুলিশ কর্মকর্তা টুটুল বলেন, মামলার পর বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হলে বিচারিক হাকিম রাজীব কুমার দেব তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামিরা হলেন – জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ, এএসআই ফিরোজ আহমদ, গোলাম মোস্তফা, মো. আলাউদ্দিন ও কনস্টেবল আল আমিন ওরফে নুরুজ্জামান ও মোস্তফা আলম।তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠিত হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।পুলিশ কর্মকর্তা টুটুল বলেন, তদন্ত কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়া হবে। অপহরণের শিকার গফুর টেকনাফ পৌর এলাকার মধ্য জালিয়াপাড়ার হোসেন আহমদের ছেলে। টেকনাফ স্থলবন্দরে তার আমদানি-রপ্তানির ব্যবসা রয়েছে।