ঢাকায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের স্পর্শকাতর একটি বিষয় নিয়ে বৈঠক হওয়ার খবর নাকচ করে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বৃহস্পতিবার আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান ওই খবরটি ভিত্তিহীন বলে জানান।

ভারতীয় ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ বুধবার ভারত ও বাংলাদেশি সূত্র উদ্ধৃত করে লিখেছে, ২১ অক্টোবর ঢাকায় গোপনে বৈঠকে বসেন ২০ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। উভয় সূত্র বৈঠকের আলোচ্য সম্পর্কে কিছু জানায়নি। তবে দাবি করেছে, বৈঠকে স্পর্শকাতর ইস্যুতে আলোচনা করা হয়েছে। এই খবরটি টেলিগ্রাফকে উদ্ধৃত করে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগও প্রকাশ করেছে। এ বিষয়ে বাংলা খবরের সত্যতা সম্পর্কে জানতে চাইলে আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বলেন, ‘ভারতের গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।’