দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হচ্ছে বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। স্বাগতিকদের ওপেনিংয়ে নামেন হাশিম আমলা এবং ম্যাঙ্গালিসো মোসেলে। এই ম্যাচে নেই কুইন্টন ডি কক। তৃতীয় ওভারের তৃতীয় বলে সাকিব বোল্ড করেন মোসেলেকে। বিদায়ের আগে ৫ বলে মাত্র ৫ রান করেন তিনি। এ রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেটে ২৫ রান। আমলা ১৯ রানে ব্যাট করছেন।

এর আগে বাংলাদেশ মুশফিকুর রহিমের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পায়। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কোনোটিতেই জিততে পারেনি টাইগাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছে ২০ রানের ব্যবধানে।

বাংলাদেশ একাদশে আগের ম্যাচ থেকে পরিবর্তন একটি। পেসার শফিউল ইসলামের জায়গায় একাদশে আসেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন আসে দুটি। ডেন প্যাটারসনের বদলে একাদশে আসেন ডোয়াইন প্রিটোরিয়াস। বিশ্রাম পাওয়া কুইন্টন ডি ককের বদলে সুযোগ পান উইকেটরক্ষক ওপেনার ব্যাটসম্যান ম্যাঙ্গালিসো মোসেলে।

সিরিজের শেষ ম্যাচে অন্তত একটি ম্যাচে হলেও জয় চায় বাংলাদেশ। লাল-সবুজের দলটি জয় নিয়ে দেশে ফিরতে পারবে কি না তা সময়ই বলে দেবে।

বাংলাদেশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস এবং রুবেল হোসেন।

দ. আফ্রিকা: হাশিম আমলা, ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়েন, আন্দিল ফেহলুকাওয়ো, অ্যারন ফ্যাঙ্গিসো, রবার্ট ফ্রাইলিঙ্ক, বুরান হেনড্রিকস, ম্যাঙ্গালিসো মইসে এবং ডোয়াইন প্রিটোরিয়াস।