ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে নরওয়ে নাগরিকের চুরি যাওয়া ব্যাগ উদ্ধারসহ ১ চোরকে গ্রেফতার করেছে। গত ৩১/১০/১৭ ইং তারিখ শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- মোঃ রুবেল। এসময় তার হেফাজত হতে চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। যার মধ্যে ল্যাপটপ, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায় যে, সে গত ২৬/১০/২০১৭ খ্রিঃ দুপুর ১২.০০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূলমঞ্চে একটি বিদেশী নাটকের মহড়া চলাকালীন সময়ে উক্ত ব্যাগটি চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য যে, উক্ত আসামী গত ২১/১১/২০১৬ খ্রিঃ নেদারল্যান্ডের রাষ্ট্র্রদূতের চুরি যাওয়া ব্যাগসহ ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিল। ডিএমপি মিডিয়া সেন্টারের ডিএমপি নিউজ পোর্টাল ও ফেসবুক পোষ্টের মাধ্যমে নারায়নগঞ্জ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের ভারপ্রাপ্ত (ডিসি) অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শহিদুল্লাহ’র নির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয় ।

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা