রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জনিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার প্রেস ব্রিফিং’এ ডিএমপির এডিশনাল কমিশনার মো. মিজানুর রহমান বলেন, মা ও ছেলেকে হত্যা ঘটনায় প্রত্যক্ষদর্শী বাসার কাজের মেয়ের দেয়া তথ্যে গ্রেফতার হয়েছে গৃহকর্তা শেখ আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন মুক্তাকে। তাদের জিজ্ঞসাবাদে পুলিশ ধারণা করছে, মুক্তার ভাই জনি ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। জনিকে ধরতে বর্তমানে বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এ হত্যার অভিযোগে আব্দুল করিম ও স্ত্রী মুক্তাকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের বিপরীত দিকে আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ ছয়তলা ভবনের একটি বাসা থেকে মা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের ছুরিকাঘাতে খুন করা হয়।