পাবনা-ঈশ্বরদী মহাসড়কে বাস, নসিমন ও মোটর সাইকেল দূর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে মহাসড়কের সদর উপজেলার মজিদপুর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশের বিশেষ শাখার এএসআই আল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন নছিমন চালক সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই গ্রামের মৃত মনছের আলীর ছেলে রোকন আলী (৪৫)। অপরজনের নাম স¤্রাট (৩০)। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে রাব্বি পরিবহনের ( ঢাকা মেট্রো- জ ১৪-০৫৬১) একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে আসার সময় বিপরীতমুখি গরু বোছাই একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সাথে সংঘর্ষ বাধে। এ সময় নসিমনের পিছনে থাকা একটি মোটর সাইকেল স্বজোরে ধাক্কা খায় নসিমনের সাথে। এই ত্রিমুখি দুর্ঘটনায় ঘটনাস্থলে নসিমন চালক রোকন ও হাসপাতালে আনার সময় স¤্রাটের মৃত্যু হয় এবং নারী-পুরুষসহ ১০ জন কমবেশি আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে। এদের মধ্যে মোটরসাইকেল চালক পলাশ (৪০) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হতাহতদের বিস্তারিত পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।