সৌদি আরবে ইয়েমেন থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই আকাশে ধ্বংস করে দেয়ার দাবি করেছে দেশটির বিমানবাহিনী। স্থানীয় একটি টিভি চ্যানেলের সূত্রে বিবিসি জানায়, সৌদির কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে ওই মিসাইল নিক্ষেপ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় রিয়াদের ওই বিমানবন্দরের কাছে আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর কিছু সময় পর সৌদি বিমানবাহিনী মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে বলে, তারা আকাশেই মিসাইলটি ধ্বংস করেছে।বিস্ফোরণের পর ছোট ছোট ধাতব খণ্ড উড়ে বিমানবন্দর এলাকায় ছড়িয়ে পড়ে। হামলায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের ফলে নির্ধারিত ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলেও জানায় সৌদির সিভিল এভিয়েশন।২০১৫ সালের মার্চে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এ লড়াইয়ে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।