বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যেগে বিড়িতে অযুক্তিক করারোপ ও মাত্রাতিরিক্ত কর বৃদ্ধির প্রতিবাদে ও বিড়ি শ্রমিকদের নুন্যতম মজুরীর দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক এসকে বাঙালী, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, বাংলা বিড়ি কোম্পানীর ম্যানেজার শাহাদৎ হোসেন, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য শামিম ইসলাম, গোলাম মোস্তফা, স্থানীয় বিড়ি শ্রমিক নেতা দুলাল সেখ, নূরুল ইসলাম ও মুন্তাজ আলী প্রমুখ। বক্তারা বলেন, বিড়িতে অযুক্তিক করারোপ ও মাত্রাতিরিক্ত কর বৃদ্ধির কারণে বহু বিড়ি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান রুগ্ন শিল্পে পরিণত হওয়ায় বেকার হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। বর্তমানে একটি বহুজাতিক বিদেশী সিগারেট কোম্পানী উন্নতমানের সিগারেট কমদামে বিক্রি করে একদিকে বিড়ির বাজার দখল করছে, অন্যদিকে সরকারকে মোটা অংকের কর ফাকি দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে আর ধুকে ধুকে মরছে বিড়ি শ্রমিকরা।