বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন -ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা, রাষ্ট্রিয় কোষাগার প্রাপ্তির দাবিতে সারাদেশের ন্যায় বরগুনা পৌরসভায় পূর্ন কর্ম বিরতী পালিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় পৌরসভা চত্তরে সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্ম বিরতী চলে। অবস্থান ধর্মঘটে একত্বতা প্রকাশ করেছে বরগুনা পৌর পরিষদ । বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন বরগুনা জেলা শাখার সভাপতি পৌর সচিব মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন জসিম উদ্দিন নিবার্হী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী মোঃ মশিউর রহমান, মোঃ গোলাম সরোয়ার বাদল, ডেইজী আকতার , পৌর কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জোবায়েল ইসলাম বাহাদুর, মোঃ ইব্রাহীম খলিল,সহকারী ট্যাক্র কালেক্টর নাসির উদ্দিন মাহমুদ, সঞ¦ীব কুমার রায়,লাইসেন্স ইন্সেপেক্টর মোঃ শফিকুল ইসলাম বাবুল ,মামুন অর রশিদ জাকির হোসেন , উত্তম প্রমূখ। ধর্মঘটে বক্তারা তাদের দাবী মানা না হলে আগামী দিনে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় এবং অফিসের মূল গেট বন্ধ রেখে সকল কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালন করে।

জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা প্রতিনিধি