যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক পাবনার ত্রৈমাসিক সভা বুধবার বিকেলে মহিলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক পাবনার আহবায়ক ও মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক এড. কামরুননাহার জলির সভাপতিত্বে ও ব্র্যাক সিইপি‘র জেলা ব্যবস্থাপক এবং নেটওয়ার্কের সদস্য সচিব নয়ন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ব্র্যাক সিইপি‘র আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান, ব্র্যাক সিইপি‘র সেক্টর স্পেশালিষ্ট শরিফুল ইসলাম, ব্র্যাক সিইপি‘র সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আক্তার, নাট্যকার-সাংস্কৃতিক কর্মি কোবাদ হোসেন, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল সিদ্দিকী, ওয়াই ডাব্লিউসিএ‘র হেনা গোস্বামী, বাঁচতে চাই‘র পরিচালক আব্দুর রব মন্টু, সুচিতার পরিচালক নাসরিন পারভীন, উদ্দীপনার পরিচালক আলেয়া ইয়াসমিন, সাংবাদিক শফিক আল কামাল, এড. আজিজা তামান্না স্বর্না, আইন কলেজের শিক্ষার্থী মো. কমল সেখ টিটু প্রমুখ নেটওয়ার্ক সদস্যবৃন্দ। সভায় পাবনা জেলায় যৌন হয়রানী, ধর্ষন, নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা এবং এবং প্রত্যেকটি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা।