পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর চার সদস্য ও মালির এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২১ জন।

শনিবার এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, গেল শুক্রবার সকালে মালিতে টহল দেয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে শান্তিরক্ষী বাহিনীর তিন সদস্য ও মালির এক সেনাসদস্য নিহত হয়। একইদিন দেশটির নাইজার সীমান্তে সন্ত্রাসীদের আলাদা হামলায় আরো এক শান্তিরক্ষী নিহত হন। পৃথক দুই হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। শান্তিরক্ষী বাহিনীর ওপর সন্ত্রাসীদের এ হামলার তীব্র নিন্দা ও নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিহত শান্তিরক্ষী সদস্যরা বুরকিনা ফাসো, নাইজার এবং মালির নাগরিক বলে জানা গেছে। মালিতে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত সন্ত্রাসীদের হামলায় ১শ’ ৪৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে।