বাংলা আমার মা।।
============
প্রাণপ্রিয় মা ঘাপটি মেরে আছি
রক্তস্নাত সোনালী বালুকা বেলায়,
হৃদয়ের তৃষা খুব যে জ্বালায় পোড়ায়
শুন্য চোখে দেখি শুধু অনিয়ম,
নির্মল আকাশ জুড়ে শকুনের উল্লাসে…
কেপে ওঠে ক্ষতবিক্ষত এ বুক।
দগদগে ক্ষত বুকে নিয়ে
দেশমাতৃকার অপরূপ রূপ আজ রক্তাক্ত,
দূর বহুদূর থেকে ভালোবাসি
নিভৃতেই পুড়ি তোমার রুপের ঝলক থেকে বহুদূরে..
প্রহর গুনি সুন্দর আলোকিত,মানবিক বাংলাদেশের।।
================
জাহিদ শরীফ নাসিম
ঢাকা:২-১২-২০১৭ ইং।