যশোর শহরতলীর নতুন উপ-শহরে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক এনজিও কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপশহরের ৫৬ সি-ব্লকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা।  নিহত ভিকু ওই এলাকার ইয়াসিন সিদ্দিকের ছেলে ও প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক।

আজমল হুদা জানান, রাতে ভিকুকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা উপশহর ৫৬ সি-ব্লকে হানা দেয়। পরে নিজ বাড়ির সামনে ভিকুর মুখে ও মাথায় কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভিকুকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া নিহত ভিকুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে বলেও জানান ওসি আজমল হুদা।