চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার অধীন বাসষ্ট্যান্ডের মেইন রাস্তা(নাচোল টু আমনুরা,অপর দিকে আমনুরা টু নাচোল রাস্তার দুই ধার)দখল করে কাঁচাবাজার স্থাপন করেছে ব্যবসায়ীরা।রাস্তাটি দিয়ে মানুষ কে খুব সাবধানে পারাপার হতে হচ্ছে।রাস্তাটিতে যান চলাচলে ও পথচারী পারা পারে যে কোন মূহুর্তে ঘটতে পারে সড়ক দূর্ঘটনা।কাঁচাবাজার ব্যবসায়ীরা পৌরসভার কথা অমান্য করে এই রাস্তার দুই ধার দখল করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।নাচোল পৌরসভা ব্যবসায়ীদের তিনবার উচ্ছেদ নোটিশ করার সর্ত্তেও ব্যবসায়ীদের কোন মাথা ব্যাথা নেই।অথচ খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমল মতি ছাত্রীদের রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াতে আতঙ্কের মধ্যে পড়তে হচ্ছে।সরোজমিনে বুধবার সকালে রাস্তাটিতে অবৈধভাবে দখল করে ব্যবসায়ীদের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়ার ফলে,পথচারীদের রাস্তা পারাপারে যে দুর্ভোগ দেখা গেছে তা দেখে স্থানীয় সাংবাদিকরা হতভম্ব হন।চাঁপাইনবাবগঞ্জের রাসেল নামের এক পথচারী সাংবাদিকদের অভিযোগ করে বলেন নাচোল বাসষ্ট্যান্ডের মেইন রাস্তার দুই ধারে ব্যবসায়ীরা যে ভাবে ব্যবসা করছে তাতে যেকোন মূহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।তবে নাচোল বাসষ্ট্যান্ডের মেইন রাস্তার দুই ধারে ব্যবসায়ীদের বসানোর পিছনে রয়েছে এক ধরনের প্রভাবশালী ব্যাক্তিরা। রাস্তাটিতে এখন বাজার পরে দোকানপাট নির্মান করে ব্যবসায়ীদের কাছে থেকে এক ধরনের ফায়দা লুটার চিন্তায় রয়েছে ঐ প্রভাবশালী ব্যাক্তিরা। নাচোল পৌর এলাকাবাসী বাসষ্ট্যান্ডের মেইন রাস্তার দুই ধারে ব্যবসায়ীদের উচ্ছেদ করতে যথাযথ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছে পৌর প্রশাসন সহ উর্ধতন কর্তপক্ষের কাছে।

এ বিষয়ে নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নাচোল পৌরসভা কে একটি ডিজিটাল পৌরসভা ও যানযট মুক্ত করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাসষ্ট্যান্ডের মেইন রাস্তার দুই ধারে ব্যবসায়ীদের উচ্ছেদ করতে আমি তিনবার নোটিশ করেছি।কিন্তু ব্যবসায়ীরা সাড়া দেয় নী।নিয়মতান্ত্রিকভাবে কিছুদিনের মধ্যে অবৈধভাবে রাস্তার ধারে কাঁচাবাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হতে পারে বলে জানান।

নাসিম আলী,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি