লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন তার আপিল মঞ্জুর করে খালাস দেন। সোমবার সকালে শহরের কাকলি স্কুলের গেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক ও সালাহ উদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে সালাহ উদ্দিনকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরদিন হাইকোর্ট এই সাজাকে কেনো বেআইনি ঘোষণা করা হবেনা জানতে চেয়ে রুল জারি করেন। পাশাপাশি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম ও সাজা প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানকে আসছে ১৩ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।