২০১৮ সাউথ কোরিয়া শীতকালীন অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। সরকারের পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের অভিযোগে দেশটিকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। সংস্থাটির চোখে যা বিরামহীন কুকর্মের যোগ্য শাস্তি। কেবল মাত্র রাশিয়া নয়, দেশটির উপ-প্রধানমন্ত্রী ভিতালী মুটকো এবং ক্রীড়া-প্রতিমন্ত্রী ইউরি নাগোরিংখকেও অলিম্পিকের সবরকম আসর থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে আইওসি।

‘বিরামহীন কুকর্ম আর খেলায় শুদ্ধতা নষ্টের অপরাধে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে’, মন্তব্য করে আইওসি সভাপতি টমাস বাখ বলেন, ‘যেসব খেলোয়াড়ের বিরুদ্ধে ডোপিংয়ে অভিযোগ পাওয়া যায়নি তারা অলিম্পিকে খেলতে পারবেন।’

নিষিদ্ধ হওয়ায় রাশিয়া এবং ক্রীড়া ইতিহাসে অনন্য এক নজির স্থাপন হয়েছে বলে মনে করছেন বাখ। এমন শাস্তিতে ভবিষ্যতে এক শুদ্ধ রাশিয়ান দলকেই পাবে অলিম্পিক বলে বিশ্বাস করেন আইওসি সভাপতি,‘এক অলিম্পিক থেকে বহিষ্কার মানেই সব হারানো নয়। আমি তো মনেই করি না রাশিয়া একেবারে খেলতে পারবে না। আমরা তো শুদ্ধ খেলোয়াড়দের খেলার সুযোগ দিয়েছি। খেলাধুলার ইতিহাসে এ এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকলো।’

ভিতালি মুটকো নিষিদ্ধ হওয়ায় কড়া নজরদারির মুখে পড়েছে ২০১৮ ফিফা বিশ্বকাপের আয়োজক কমিটিও। কারণ এই আয়োজক কমিটির প্রধান হচ্ছেন ভিতালি। ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা জানিয়ে দিয়েছে তাদের ভাবনায় বেশ ভালভাবেই আছে রাশিয়ার নিষিদ্ধ হওয়ার ঘটনাটি।