সারাবছর ধরে আলোচনার শীর্ষে থাকে, এমন ভিডিওগুলোর একটি তালিকা বছর শেষে প্রকাশ করে ইউটিউব। মোট কতবার দেখা হয়েছে, কতো লাইক কমেন্ট পড়েছে, শেয়ার হয়েছে কতবার, এসব তথ্যের উপর ভিত্তি করে ২০১৭ সালের শীর্ষ ভিডিওগুলোর তালিকা প্রকাশ করেছে ইউটিউব।

এবারের ‘টপ ট্রেন্ডিং ভিডিও’ তালিকায় থাকা দশটি ভিডিও দেখা হয়েছে ৬৩ কোটিবারেরও বেশি। এছাড়া সময়ের হিসেব করলে ভিডিওগুলো দেখা হয়েছে ৪ কোটি ঘণ্টার বেশি।

এ বছর তালিকার শীর্ষে আছে একজন থাই সঙ্গীতশিল্পীর একটি ভিডিও যেখানে তিনি পারফর্ম করেছেন ঝিনুকের বেশে। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে এড শিরানের ‘শেপ অব ইউ’ গানের ভিডিও। এ বছর গানটি তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই তালিকার ১০টি ভিডিও পাওয়া যাবে এই লিংক থেকে।

২০১৭ সালের ‘টপ ট্রেন্ডিং মিউজিক ভিডিও‘ তালিকায় প্রথম অবস্থান দখল করে নিয়েছে লুইস ফনসির ডেসপাসিতো। এ বছরের অন্যতম জনপ্রিয় গান ছিল এটি। এর আগে কোরীয় শিল্পী সাই তার গ্যাংনাম স্টাইল দিয়ে এমন আলোচিত হতে পেরেছিলেন। ডেসপাসিতোর আগ পর্যন্ত গ্যাংনাম স্টাইলই ছিল সবচেয়ে বেশিবার দেখা ইউটিউব ভিডিও। এই তালিকাতেও দ্বিতীয় অবস্থানটি দখল করেছে সেফ অব ইউ।