ঠিকানা

যদি মন চায়,কাল একবার ফোন দিও
কতদিন তোমার কন্ঠ শুনিনা, যদি অসুবিধা না থাকে।
প্রতিরাতে ঘুম জরানোর পূর্বক্ষনে তোমার ছবিগুলো দেখি
মাঝে মাঝে স্বপ্নলোকে রাঙিয়ে দাও আমার পৃথিবী,
যদি সময় হয়, আজ একবার স্বপ্নময়ী এস
কতদিন তোমায় দেখিনা,,,,,,যদি অসুবিধা না থাকে।

সৃতিগুলো আমার টিনের বাক্সে বন্দি,,ট্রেনের টিকেট
বাসের টিকেট,,,,আরও কত কি,,,,সেদিন বিদায় বেলায়,
আমাকে হাসাবে বলে,,,,,,টিস্যু খানা উপহার দিয়েছিলে,
তোমার নিঃশ্বাস মিশে আছে তাতে,,,আর আমার বিশ্বাস
যদি কখনও অবসর পাও,,,,, ওগো মোর প্রানসঞ্চারী
মোর পরান চৌকাঠে তোমার চরন দুখানি দিও
কতদিন তোমার নিঃশ্বাসের ছোয়া পাইনা,,,, যদি অসুবিধা না থাকে।

মাঝরাতে ঘুম ভাঙ্গে,,চোখের কোনে জমে নোনা জল
তোমার আঙ্গুলের ভাজে ভাজে সমুদ্রপথ,,,,,আমার ঠিকানা
যদি হৃদয় ঝরে, ঝরা পাতার মত,প্রানের পরে ঠাই নিও
কতদিন চোখের পাতা আঙ্গুলের ছোয়া পায়না,যদি অসুবিধা না থাকে।।।

আমেনা ফাহিম