ইতিহাসে প্রথমবারের মতো চার দিনের আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। চলতি মাসের ২৬ থেকে ২৯ তারিখে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে এরইমধ্যে অফিসিয়াল স্ট্যাটাস দেয়ার কথা জানিয়েছে আইসিসি। নতুন এই ফরম্যাট মাঠে গড়ানোর জন্য দুই দলের প্রশংসাও করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রিকেটের নতুন অভিজ্ঞতাকে মানিয়ে নিতে নিয়মে কিছু পরিবর্তনও আসছে। আইসিসির নিয়ম অনুযায়ী, পাঁচ দিনের টেস্টে প্রতিদিন কমপক্ষে ৯০ (কোন অঘটন বা আবহাওয়া স্বাভাবিক থাকলে) ওভার খেলা মাঠে গড়াতে হবে। যেহেতু এক দিন কমে যাচ্ছে তাই সেটা পুষিয়ে নেয়ার জন্য এই ম্যাচে প্রতিদিন ৯৮ ওভার খেলতে হবে। সেজন্য প্রতিদিনের প্লেয়িং টাইম ৩০ মিনিট বাড়ানো হবে।

পোর্ট এলিজাবেথের ডে-নাইট এই টেস্টে ফলোঅন করানোর জন্য প্রথম ইনিংসে ১৫০ রানই যথেষ্ট হবে। যেখানে পাঁচ দিনের টেস্টে ২০০ রানের লিগ দরকার হয় কোন দলকে ফলোঅন করানোর জন্য।