বাসার বারান্দা থেকে খোলা বৈদ্যুতিক তারে বসা পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সাত বছরের শিশু রাফসান নূরের পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১১ হাজার ভোল্টের খোলা বৈদ্যতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় রাফসানের বাবা রাজধানীর ঝিগাতলার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কে এম রেজাউল ফিরোজ রিন্টু হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

গত ১৭ নভেম্বরের ওই ঘটনায় শিশুটির মুখমণ্ডলসহ শরীরের ২০ শতাংশ পুড়ে যায়। রাফসান ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। ওই এলাকায় আগামী ৬০ দিনের মধ্যে খোলা বৈদ্যুতিক তার নিরাপদ করার ব্যবস্থা গ্রহণে ডিপিডিসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে রাষ্ট্রীয় তহবিল থেকে ওই শিশুর চিকিৎসা প্রদানেরও নির্দেশ দেওয়া হয়। আবাসিক এলাকায় নিরাপদ বিদ্যুৎ লাইন স্থাপনের অপারগতা ও ব্যর্থতা কেন, রুলে তাও জানতে চাওয়া হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অমিত দাসগুপ্ত ও আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।