পাবনার ঈশ্বরদীর বে-সরকারি উন্নয়ণ সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের চরমিরকামারিতে ছাগলের ব্রিডিং খামারে অগ্নিকান্ডে ৮৮টি ছাগল পুড়ে মারা গেছে। রোববার ভোর রাতে নাশকতার উদ্দেশ্যে ছাগলের ব্রিডিং খামারে দূর্বৃত্তরা এই আগুন দেয় বলে সংশ্লিষ্টরা দাবী করেছেন। এতে খামারের ভিতরে ৮৮টি ছাগল আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। নিউএরা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মোস্তাক আহমেদ কিরণ জানান, খামারের পাশের ঘরে ঘুমিয়ে থাকা আশার উদ্দিন ভোর চারটার দিকে হঠাৎ দেখতে পান খামারে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। ইতোমধ্যে ওই আগুনে খামারের মধ্যে থাকা ৮৮টি ছাগল পুড়ে মারা যায়। দূর্বৃত্তরা খামারের পূর্বপাশ থেকে আগুন ধরিয়ে দিয়েছিল বলে তিনি ধারনা করছেন। দূর্বৃত্তরা আগুন ধরানোর জন্য পেট্রোল অথবা পাউডার জাতীয় কোন পদার্থ ব্যবহার করতে পারে।

নিউএরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস বলেন, নাশকতার উদ্দেশ্যে দূর্বৃত্তরা আমার ছাগলের খামারে আগুন দিয়ে ৮৮টি ছাগল পুড়িয়ে মেরেছে। নিউ এরা ফাউন্ডেশন নারীদের ভগ্যন্নোয়নে ওই এলাকায় কাজ করে যাচ্ছে। ইশ্বার্নিত হয়ে এ কাজ করা হয়েছে। খামারের ভিতরে ছাগলগুলে পুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাঠের তৈরি খামারের পাটাতন ও সিলিংও পুড়ে গেছে। খামারের পূবর্ পাশে তারের বেড়া কেটে ফেলা হয়েছে। সেখান দিয়েই দূর্বৃত্তরা এই অগ্নিকান্ডের ঘটিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।